সিলেট নগরীতে বসবাসরত ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীকে নিয়ে গঠিত 'ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট' এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ এপ্রিল) নগরীর মেন্দিবাগে একটি অভিজাত হোটেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি এড. জমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি ময়নুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক এড. কামরুল হাসান।
বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, উপদেষ্টা এড. জসিম উদ্দিন, উপদেষ্টা লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ইকু, মোহাম্মদ নিজাম উদ্দিন, এড. আব্দুল জলিল খোকন, উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন পারভেজ, জমিরুল ইসলাম বাবলু, রাজিব মোর্শেদ রাজু, সাংগঠনিক সম্পাদক বদরুল আহমেদ বুলবুল, এড. আমিনুল ইসলাম চৌধুরী।
উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, আবুল কালাম আজাদ, এ কে আজাদ খান, নজরুল ইসলাম, মোস্তফা আবু হাসনাত, ছালিক আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, মীর মোশাররফ হোসেন, দিদারুল আলম নিমু, রাজ চক্রবর্তী লিটন, জামাল উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমান।
সামাজিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা ইয়াসিন আরাফাত।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/পল্লব-১৪