কুলাউড়া উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে শহরস্থ এক অভিজাত রেস্টুরেন্টে ইফতারপূর্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সুলতান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মুহিবুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুয়েব আহমদ, ছকাপন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ।


আরও বক্তব্য রাখেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম আজাদ, উপজেলা ডেকোরের্টাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মনা মিয়া, সাধারণ সম্পাদক মখলেছুর রহমান, উপজেলা মেকানিক শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোস্তফা বকস প্রমুখ।

এ সময় উপজেলা কৃষক লীগ সভাপতি মো. আব্দুল কাদিরসহ উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলাম। 


সিলেটভিউ২৪ডটকম / অনি / ডি.আর