সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিএনজি অটোরিকশা এক পথচারী কে রাস্তা পারা পারের সময় ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন পথচারী। আহত পথচারী মনু মিয়া (৭০)। তিনি সিলেট নগরীর আম্বরখানাস্থ বড় বাজার এলাকার আবদুল আহাদ চৌধুরীর ছেলে। 


মঙ্গলবার রাত ২টায় দক্ষিণ সুরমা উপজেলাধীন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।



জানা যায়, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তা পারা পারের সময় সিএনজি অটোরিকশা মনু মিয়া নামের ঐ পথচারীকে ধাক্কা দেয়। সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারী গুরুতর আহত হলে সিএনজি চালক ঘটনাস্থল হতে দ্রুত সিএনজি গাড়ি টি নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় মনু মিয়াকে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।  

 

সিলেটভিউ২৪ডটকম/নুরুল/ইআ-০২