হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকার জের ধরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।  এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিন জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে আটটায় পৌরসভার কাটবাজার সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘঠনা ঘটে। গুরুতর আহতরা হলেন  পৌরসভার শরীফ নগর নতুন বাড়ির বাসিন্দা ছাবু মিয়ার পুত্র আলমগীর মিয়া (৩৫),নোয়ানগড় গ্রামের  ইসলাম উদ্দিনের পুত্র সেলিম মিয়া (৪০) এবং  বাচ্চু মিয়ার পুত্র টিটু মিয়া (১৮)।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, পৌরসভার নতুন বাড়ির বাসিন্দা ছাবু মিয়ার পুত্র আলমগীর মিয়া ও তার সহযোগী বিল্লালকে গত ২৬ফেব্রুয়ারী  ৩০ পিস ইয়াবা ও দুই বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে নোয়ানগড় গ্রামের ইসলাম উদ্দীনের  পুত্র শিলং জুয়ার এজেন্ট খলিলকে সন্দেহ করেন আলমীর। এছাড়া ও খলিলের নিকট ৩৫ হাজার পাওনা ছিলো আলমগীর মিয়ার। 

খলিল মিয়াকে টাকা ফেরত দিতে বিগত বেশ কমাস  যাবত তাগদা দিলেও খলিল তাতে কর্ণপাত করেনি। এরই জের ধরে মঙ্গলবার রাত সাড়ে আটটায় কাটবাজার সংলগ্ন এলাকায় আলমগীর খলিলকে টাকার জন্য তাগাদা দিলে বিষয়টি নিয়ে  দুজনের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয পক্ষের লোকজন  সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, দুই জনের মধ্যে গালিগালাজের সুত্র ধরে সংঘর্ষ বাঁধে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তবে এখন পর্যন্ত এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। 

সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/ইআ-০৭