দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।
বুধবার মাউশি সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত মঙ্গলবার দেশের সব স্কুল ও কলেজে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ৪ এপ্রিল পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২০ মার্চ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ইউনেস্কো’র ‘ইনটানজিবল কালচারাল হেরিটেজ’ এর তালিকায় অন্তর্ভূক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করতে বলা হয়েছে। দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের নিয়ে নববর্ষের সকালে আবশ্যিকভাবে র ্যালি বের করারও নির্দেশনা দিয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০১