সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক মিনহাজুল আবেদিন রাজা (সৈয়দ মিনহাজ) এর বাড়িতে পুলিশি তাল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা এবং মহানগর ছাত্রদল।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারন সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিনার উক্ত নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান বাংলাদেশে রাতের আধারে জনগনের আমানত (ভোট) চুরি করে ক্ষমতায় টিকে আছে আওয়ামীলীগ সরকার, যারাই বিরোধী রাজনীতিতে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে ফ্যাসিবাদি কার্যকলাপের মেয়াদ দীর্ঘয়িত করতে চায়, পবিত্র রমজান মাসেও থেমে নেই তাদের ফ্যাসিবাদি কার্যকলাপ, তারই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল কোন কারণ ছাড়াই মিনহাজের বাড়িতে তাল্লাশি করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে।
নেতৃবৃন্দ এসব ফ্যাসিবাদি কার্য়কলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১