পুরানু বছরের ব্যর্থনা গ্লানিকে পেছনে ফেলে নতুন বছরের নতুন সম্ভাবনার প্রত্যাশা এসো হে বৈশাখ এসো হে বৈশাখ গানের শুরে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করেছে মাধবপুর উপজেলা প্রশাসন। বাঙালীর এই প্রাণের উৎসব পহেলা বৈশাখ আনন্দ মুখর করে তুলতে মাধবপুর উপজেলা প্রশাসন হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী লাটি খেলার আয়োজন করেন।
লাটিয়াল দল বর্ণিল জাসে লাটি হাতে নিয়ে খেলায় অংশ গ্রহণ করেন। এ সময় ডাক ঢোল আর বাঁশির তালে তালে আনন্দ উল্লাসে মেথে উঠেন সবাই। শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ হারিয়ে যাওয়া প্রাচিনতম ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে আসে। বাধ্য যন্ত্রের তালে তালে চলে লাঠি খেলা। প্রতি পক্ষের লাঠির আঘাত থেকে নিজ কে রক্ষা করা আর অপরকে গায়েল করার চেষ্টা মেথে থাকে লাঠিয়ালরা। প্রদর্শন করা হয় লাঠি নিয়ে নানান কলা কৌশল।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বলেন, পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই বাংলা নববর্ষের প্রথম প্রহরে আমাদের ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৪