সিলেট বধির কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর ধোপাদিঘীপাড়স্থ ওসমানী শিশু পার্কের ২য় তলার কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
 

সিলেট বধির কল্যাণ ও ক্রীড়া সংঘের সহ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, অভিভাবকদের মধ্য থেকে ইশারার মাধ্যমে অনুভূতি প্রকাশ করেন ইসমত আরা।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১১