দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র, তিনটি উপজেলা পরিষদ চেয়ারম্যান, পাঁচটি পৌরসভায় মেয়র ও ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগ।

এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। 


শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম