আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএমআই এইচআরডিসিতে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম বাংলার জনপ্রিয় খেলা- 'লুডু' খেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরটিমআই এইচআরডিসির পরিচালক ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফী।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ, প্রক্টর আবু সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আব্দুল আওয়াল আনসারী, ইইই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মাহমুদুল আলম, ইংরেজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও লুডু খেলা পরিচালনা করে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব ও আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফ্যাশন ডিজাইন ডিপার্ট্মেন্টের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মুশিবা সম, লেকচারার মো: আজিজুল হাসান নাঈম, বিজনেস এডমিনিস্ট্রেশন ডিপার্ট্মেন্টের লেকচারার ইনামুল আসিফ লতিফী ও সিএসই ডিপার্ট্মেন্টের লেকচারার রাশা ইফফাত হেলমি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮