সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’ এর সত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে গত ৩০ মার্চ থেকে প্রতিদিন সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অসহায়, অসচ্ছল, দরিদ্র ও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদের মধ্যে ৬৫০ প্যাকেট ইফতার মিনারেল পানিসহ ইফতার বিতরণ করানো হচ্ছে। ইফতার বিতরণ ঈদ উল ফিতর পর্যন্ত অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭