সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণের মাঝে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। পৌর শহরের বাসিয়া সেতুর উপর রোববার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা ছাত্রলীগ আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
 

উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী ফখরুল ইসলাম মতছিন, হাজী জবেদুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সূফী শামসুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রুহেল খান, যুবলীগ নেতা শাহান আহমদ।


ইফতার বিতরণ অনুষ্ঠানে নেতবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রুল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়নের প্রক্রিয়া অব্যাহত রেখে জাতির জনকের স্বপ্নে সোনার বাংলা বিনির্মানে এগিয়ে যেতে আওয়ামী লীগের নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আর ওই অগ্রযাত্রায় বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সুসংগঠিত থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।

এসময় উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, ছাত্রলীগ নেতা রাজন আলী, শাহরিয়ার আলম রনি, আফসার আহমদ শিমুল, দেলোয়ার আহমদ ফয়সল, জুবায়ের আহমদ, রাজিব আহমদ, সালমান আহমদ, গোলাম নূর, সাঈদ আহমদ, সিদ্দিক আহমদ, জিসান আহমদ, বদরুল ইসলাম, অমিত মালাকার, সোয়েব আহমদ, রুহুল আমিন, জাকারিয়া আহমদ, মাছুম খান, জসিম আহমদ, রেজাউল ইসলাম, এনাম আহমদ, মামুন আহমদ, মাসুম আহমদ, তামিম আহমদ, আব্দুল হামিদ, রেদোয়ান আহমদ, মোস্তাকিন আহমদ, মৌরশ আহমদ, নাজিম আহমদ, জাফরুল হক, আবির আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/পল্লব-৯