সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি জননেতা এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ১১ বছর উপলক্ষে ও গুমকৃতদের সন্ধান কামনায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিল সোমবার (১৭ এপ্রিল) বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে দোয়া মাহফিলে শামিল হওয়ার জন্য মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১১