মৌলভীবাজার জেলার কুলাউড়ায় উসমান মিয়া (৫৩) নামে একজন দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকালে উপজেলার কর্মধা ইউনিয়নের ভালাইরমা পুঞ্জি থেকে লাশটি উদ্ধার করা হয়।


উসমান মিয়া কর্মধ ইউনিয়নের পাহাড়ি গ্রাম নুনাটিলার বাসিন্দা। পুলিশের ধারণা, তাকে খুন করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভালাইরমা পুঞ্জি ও আমুলি পুঞ্জির মধ্যবর্তী স্থানে লাশটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। সেই এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই। আমরা খবর পেয়ে বিকেলে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। সোমবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি হত্যাকাণ্ড। নিহতের ছেলে লাশের সাথে আছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০১