সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার আহমদ নগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জান যায়, সোমবার সকালে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ আহমদ নগর এলাকার রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তি (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত