পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাতার রেড ক্রসের অর্থায়নে ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ব্যবস্থাপনায় গরীব-অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
 

সোমবার (২৫ রমজান) বেলা আড়াইটায় সিলেট মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গনে সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ।
 


যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মো. নাজিম খানের উপস্থাপনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, মো. সুয়েব আহমদ।
 

এছাড়াও উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক আতিকুর রহমান নগরী, যুব প্রধান পলাশ গুন, বিভাগীয় প্রধান আমিনা আহমেদ, বিভাগীয় উপ প্রধান হাবিবুর রশিদ জনি, ইয়া সুলতানা মৌসুমী, হোসেইন আহমদ, সিলেট ইউনিটের কর্মকর্তা পার্থ দাস সারথী প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬