সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, মুজিব নগর সরকারের নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল দেশ। অনেকে অনেক কথা বলেন, কোথায় ছিলেন সেইদিন জিয়াউর রহমান। ’৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল দেশকে পিছনে রাখার জন্য। বঙ্গবন্ধুর নেত্বতে দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের স্বপ্ন বাস্তবায়ন আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। তা একমাত্র সম্ভব্য হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেত্বতের জন্য।
এমপি হাবিব সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৩ “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা এর সভাপতিত্বে ও উপজেলা সুপারভাইজার রিমা দাসের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন, মোগলাবাজার থানা ওসি রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা ইন্সস্ট্রাক্টর মোঃ লুৎফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুসলিমা বেগম, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, হয়রত চান্দে আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল করিম, রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত প্রমুখ।
দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মো. ইউনুস আলী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯