ফাইল ছবি

সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার (১৮ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গত দুই সপ্তাহ ধরে গরমে অতিষ্ঠ জনজীবন। এর আগে কবে এত প্রচণ্ড গরম পড়েছিল সেটা অনেকে মনে করতে পারছে না। বৃষ্টির জন্য দেশজুড়ে হাহাকার চলছে। এর মধ্যে  সিলেটে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে।  


সোমবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি নামে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায়। তীব্র গরমের কারণে অতি পরিচিত বৃষ্টিও হয়ে ওঠে পরম পাওয়া। বৃষ্টি পড়তে দেখে উচ্ছ্বাস ছড়িয়ে পরে সাধারণ মানুষের মাঝে। গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে নেমে এসেছে চরম স্বস্তি। 

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। রাত সাড়ে ১০ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি নামে সিলেট নগরীসহ জেলার অনেক এলাকায়। আবহাওয়া অফিসের তথ্য মতে রাতেই সিলেটে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-১৩