বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উদযাপন করা হয়েছে।
সোমবার দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস-এর সভাপতিত্বে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- দূতাবাসের শ্রম সচিম মাহফুজুর রহমান, প্রথম সচিব মোঃইলিয়াছুর রহমান, তৃতীয় সচিব তাছির উদ্দিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ অনেকে।
চার্জ দ্যা অ্যাফেয়ার্স মহিউদ্দিন কায়েস তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে স্মরণ করেন।
তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। এ দিনে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। এই সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করে। এছাড়া, স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বীকৃতি আদায় ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিঃশর্ত মুক্তির লক্ষেও কাজ করে এ সরকার। চার্জ দ্যা অ্যাফেয়ার্স তাঁর বক্তব্যের শেষে প্রবাসে বসবাসরত বাংলাদেশি সবাইকে জাতির জনকের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ তথা প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে একযোগে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।
পরিশেষে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের ও জাতীয় চার নেতাসহ বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-০১