মা হতে চলেছেন বলিউড তারকা ইলিয়ানা ডি’ক্রুজ। আজ মঙ্গলবার সকালে অভিনেত্রী নিজেই এ সুখবর সবার সঙ্গে শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন। তার এই পোস্টকে ঘিরে নেট দুনিয়ায় হুলুস্থুল পড়ে গেছে।
পোস্টে বোঝা গেছে যে তিনি অন্তঃসত্ত্বা। ইলিয়ানা তার প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। দুটি ছবির প্রথমটিতে বাচ্চার বডিশুটের ছবি দেখা গেছে। বডিশুটের এই ছবির একটির ওপরে লেখা আছে, ‘অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে।’
বিয়ে না করেই মা হচ্ছেন ইলিয়ানা, বাবা কে?
আর দ্বিতীয় ছবিতে ‘মামা’ লেখা লকেটসহ গলার হার দেখা যাচ্ছে। ছবি দুটি পোস্ট করে ইলিয়ানা লিখেন, ‘শিগগিরই আসতে চলেছে। ছোট্ট সোনা, তোমার সঙ্গে দেখা করার জন্য আমার আর তর সইছে না।’
ইলিয়ানার এই পোস্ট দেখে তার অনুরাগীরা খুশি। অনেকে তাকে নেট–দুনিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন।
তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন। কারণ, এই বলিউড নায়িকা বিবাহিত নন। আর তাই নেট–জনতারা তার হবু সন্তানের বাবাকে নিয়ে নানান প্রশ্ন করছেন। একজন তো ইলিয়ানার এই পোস্টে লিখেছেন, ‘বিয়ে কবে হলো?’ আবার আরেকজন লিখেছেন, ‘আপনি বিবাহিত নাকি! বাচ্চার বাবা কে?’
ইলিয়ানাকে সর্বশেষ অভিষেক বচ্চনের সঙ্গে ‘দ্য বিগ বুল’-এ দেখা গিয়েছিল। এই ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছিল। কিছুদিন আগেই রণদীপ হুদার সঙ্গে তিনি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’-র শুটিং শেষ করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৮