দূরারোগ্য ব্যাধি 'সোরিয়াসিসে' আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আশরাফুজ্জামানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার বিভাগের শিক্ষক, সিনিয়র, সহপাঠী ও জুনিয়র শিক্ষার্থীরা।
বুধবার সকালে তারা এ আহ্বান জানান।
মো. আশরাফুজ্জামান শাবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত চার বছর ধরে তিনি সোরিয়াসিসে (psoriasis) আক্রান্ত হয়ে প্রতিনিয়ত খুব কষ্টে বাঁচার লড়াই করে চলেছেন।
এ রোগে আক্রান্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষেও কোনো কাজ করতে পারছেন না তিনি। ফলে পারিবারিকভাবেও তিনি অবহেলিত হচ্ছেন। তাছাড়া তার পরিবারেরও চিকিৎসা করানোর মতো সাধ্য নেই।
এমতবস্থায় অনেকেই তার সহযোগিতার জন্য বিত্তবানদের কাছে অনুরোধ জানাচ্ছেন।
আশরাফের সহপাঠী শাহ সুলতান বলেন, ''গত ৪ বছর যাবত পুরো শরীরে মারাত্মক সোরিয়াসিসে (psoriasis) ভুগছে সে।
"এ রোগে প্রতিনিয়ত শরীরে চামড়া উঠতে থাকে। আর এই রোগের এটাই মূল বৈশিষ্ট্য। কোনো দেশেই এটার কার্যকরী চিকিৎসা নাই। কিন্তু সারাবছর এসব রোগীদের চিকিৎসাধীন থাকতে হয়।"
"এ রোগ বেশিদিন নিয়ন্ত্রণে থাকেনা। কারন এই রোগ খাবারে, বিভিন্ন মৌসুমে এবং কারনে-অকারনে বার বার ফিরে আসে।"
সুলতান বলেন, ''আশরাফ দিন দিন না খেতে খেতে শুকিয়ে গেছে। প্রতিদিন অন্তত দুই বার ৪ থেকে ৫ ঘন্টা সময় ব্যয় করে তার পুরো শরীরে উঠে যাওয়া চামড়া পরিষ্কার করতে হয়। তার চলাচল, খাবার-দাবার, চিন্তা-ভাবনা এমনকি দাম্পত্যজীবনেও এটা অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। এমনকি এই রোগের জন্য সে কোনো কাজ স্থায়ীভাবে করতে পারছে না।
"তাকে ৫ থেকে ৬লাখ টাকা আর্থিক সহায়তা দিলে চিকিৎসায় কাজে লাগবে; এবং আশরাফ যাতে জীবিকা নির্বাহের জন্য একটি ব্যবসা করতে পারে- এমন একটি বৃযবস্থা করে দেওয়ায় আমাদের লক্ষ্য।"
এদিকে শাবির পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জহিরুল হকের সরাসরি ছাত্র ছিলেন আশরাফুজ্জামান; এছাড়া বিভাগেরও ছোট ভাই।
উপাচার্য অধ্যাপক জহিরুল হকও আশরাফের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
অধ্যাপক জহিরুল হক বলেন, '' মানুষ মানুষের জন্য। সবাই যার যার জায়গা থেকে সাধ্যানুযায়ী চেষ্টা করলে আশরাফের চিকিৎসায় অবদান রাখা যায়। তাই সমাজের বিত্তবান ও অবস্থাসম্পন্ন লোকদের প্রতি আহ্বান থাকবে আপনারা একজন অসুস্থ লোককে সুস্থ করে তুলতে এগিয়ে আসুন।
আশরাফুজ্জামানকে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন নিচের একাউন্টগুলোতে-
বিকাশ: 01601773471 (শাহ সুলতান রাসেল)
রকেট: 01945244322 (সাইফুল ইসলাম)
নগদ: 01724111860 (নাইম আরেফিন)
ব্যাংক একাউন্ট-
• 21021020003734 (সাইফুল ইসলাম)
Prime Bank Limited
• 1292101185613 (শাহ সুলতান রাসেল)
Pubali Bank Limited
• 1083419172252 (আশরাফুজ্জামান)
Bank Asia Limited
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০১