সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষানুরাগী মাহবুব চৌধুরী বলেছেন, রমজানের শিক্ষা যেন আমরা সারা বছর নিজেদের জীবনে প্রয়োগ করি। কোরআন হাদিসের আলোকে জীবন, ব্যবসা-বানিজ্য রাজনীতি, অর্থনীতি পরিচালিত করতে পারলে সাফল্য সমৃদ্ধি ও অগ্রগতি হবে। সিলেটের ঐতিহ্যবাহী এই সরকারি আলীয়া মাদ্রাসায় উন্নয়ন না হওয়ায় আজ পিছিয়ে পড়ছে। বিএনপি সরকার গঠন করলে সিলেট আলীয়া মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হবে ইনশাল্লাহ।
 

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টাস্থ সিলেট সরকারি আলীয়া মাদ্রাসায় ‘মাদ্রাসা ছাত্র পরিষদ’ আয়োজিত মাহে রমজানে মাসব্যাপি কোরআন প্রশিক্ষনের সমাপনী, পুরস্কার বিতরনী ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যান পরিষদ এর সিলেট মহানগরের ভাইস চেয়ারম্যান শরিফ মোহাম্মদ শাহজালাল, আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র প্রতিনিধি হাফিজ মাহবুবুর রহমান ফাহিম চৌধুরী, বর্তমান ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সহকারী ছাত্র প্রতিনিধি আবু সাঈদ খুদরি, সহকারী ছাত্র প্রতিনিধি মোহাম্মদ মনোয়ার হোসেন প্রমুখ।
 

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১