সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকার। তারা ক্ষমতায় গিয়ে শাসনের বদলে শোষন করতে চায়। এই সরকারের অপশাসনে দেশের প্রান্তিক জনগোষ্টী আজ মানবেতর জীবন যাপন করছে। কিন্তু সরকার অসহায় মানুষগুলোর জন্য কোন ভুমিকা পালন করছেনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ঈদ আনন্দে সবাইকে শামিল করতে বিএনপি কাজ করছে। বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার (কাপড়) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ওসমান গনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক জাহিদ খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, নন্দীরগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, জেলা ছাত্রদল নেতা বিলাল আহমদ, শুভ খান প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা ইউনিয়ন বিএনপি যুবদল, সেচ্ছাসেবক-ছাত্রদলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-১৪