শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ মহিব উদ্দিন আহমদ ১৯ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৩ টায় ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শাবিপ্রবির সাবেক ভিসি প্রফেসর ড. সৈয়দ মহিব উদ্দিন আহমদের মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শোক প্রকাশ করেছেন।
মৌলিভীবাজারের বাসিন্দা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ মহিব উদ্দিন আহমদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভাইস চ্যান্সেলর হিসেবে ১৯৯৩ সালের ২৬ জুন হতে ১৯৯৭ সালের ২৫ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন।
শাবিপ্রবির সাবেক ভাইস চ্যান্সেলর ড. সৈয়দ মহিব উদ্দিন আহমদ এর মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫