পবিত্র মাহে রমজান উপলক্ষে তালিমুল কোরআন বাহরাইনের আয়োজনে ঈসা টাউন জোন শাখা কর্তৃক মাস ব্যাপি দাওরায়ে তাফসীর মাহফিলের সমাপনী ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দেশটির ইসা টাউন শহরে জুবায়ের বিন আওয়াম মসজিদে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাহরাইনি নাগরিক যুবায়ের বিন আওয়াম মসজিদের ইমাম শেখ দাইছি।
বিশেষ অতিথি ছিলেন- বাহরাইনি নাগরিক শেখ আদেল, ব্যবসায়ী খাইরুল বাসার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার বদরুল আলম, কবির আহমদ, মিজানুর রহমান, হোসাইন আহমদ, রিদওয়ান মজুমদার, মোঃ আইয়ুব, ব্যবসায়ী মিজানুর রহমান, ফয়েজ উল্লাহ, আব্দুল হক, ওলিউল্লাহ, মো. সুহেল আহমেদ, সালেহ আহমদ মামুনসহ বাহরাইন অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ তাওহীদ মুসলিম জনতা।
শেষে মাস ব্যাপি তাফসীর মাহফিলে বিভিন্ন ভাবে সহযোগিদের পুরস্কার প্রদান এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-০১