সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সুবর্ণা হামিদের পিতা ও সাদিকুর রহমান সাকীর শ্বশুর প্রখ্যাত বাউলশিল্পী আবদুল হামিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
 

এক শোকবার্তায় ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 


শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, বাউল আবদুল হামিদ ছিলেন অত্যন্ত গুণী শিল্পী ও গীতিকার। সারাজীবন তিনি সুস্থধারার সংস্কৃতি চর্চা করে গেছেন। তার রচিত অনেক গান এখনো মানুষের কন্ঠে উচ্চারিত হচ্ছে। গুণী এই শিল্পীর সৃষ্টি ও কর্ম তাকে সংস্কৃতিপ্রেমীদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭