সিলেট মহানগর ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) নগরীর হাতিমবাগ এলাকায় আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সহ-সভাপতি মহরম আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এসময় তিনি বলেন, দলমত নির্বিশেষে মানবসেবায় এগিয়ে যেতে হবে। মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। যে যার সাধ্যমতো এগিয়ে আসলে সমাজে কোন অসহায় ব্যক্তি থাকবে না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবুস সালাম রিজভী, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল কাইউম জুয়েল, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাহ মুশাহিদ আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইশতিয়াক চৌধুরী, সফিক খান, লাবিব, হাবিব, মাছুম, ইমরান, মেহদি প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি