সিলেটে তেলবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশারযাত্রী এক মহিলা নিহত হয়েছেন। নিহত নারী সুলতানা বেগম (৪৫), তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আবদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী। আহত হয়েছেন আরো ৪জন।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার রশিদপুর এলাকার মধ্যবর্তি সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- দক্ষিণ সুরমার আবদিতপুরের তোতা মিয়া মেয়ে রিয়া বেগম (১৬), ছেলে রিয়াদ (১২), মেয়ে নূরি (৬)। সিএনজি অটোরিক্শা ড্রাইভার মাখন মিয়া (৩২)। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি তেলবাহী ট্রাক সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় আসা মাএ বিপরীতমুখী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা মহিলা যাত্রী নিহত হন।
এদিকে ট্যাংকলরীর ড্রাইভার সরোয়ার হোসেন সুজন (৩৩) কে পুলিশ আটক করেছে। সে দক্ষিণ সুরমা উপজেলার ভরাউট গ্রামের নবীর হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম মনির।
সিলেটভিউ২৪ডটকম/ডিআর/ইআ-০৪