পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (২৪ এপ্রিল) থেকে সারা দেশের ন্যায় খুলছে সিলেটের সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে আবারও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস। সব তফসিলি ব্যাংকের অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।


ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।


সোমবার (২৪ এপ্রিল) সকালে সিলেটের বিভিন্ন অফিস ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তবে নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম। 

এদিকে ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার থেকেই অনেককে সিলেট ফিরতে শুরু করেছে মানুষ। রোববার ও সোমবার সকালে সিলেটের বাস টার্মিনাল ও রেল স্টেশনে গিয়ে দেখা গেছে সিলেট ফেরা মানুষের ভিড়।

পবিত্র রমজান শেষে শনিবার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই ছুটি শেষ হয়েছে রোববার। সোমবার থেকে শুরু হয় অফিস।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৬