মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঐক্য ন্যাপের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
এক শোকবার্তায় তিনি প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে পঙ্কজ ভট্টাচার্যের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। পঙ্কজ ভট্টাচার্য একজন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন। তাঁর মৃত্যুতে আমাদের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা অপূরণীয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৩