শ্রীলঙ্কা সফরের জন্য টাইগ্রেসদের দল ঘোষণা করেছিল বিসিবি। সেই দলে রাখা হয়নি অনেক সিনিয়র ক্রিকেটারদের। জাহানারা আলম, সালমা ইসলামদের বিশ্রাম দিয়েছে বোর্ড। সেই তালিকায় আছেন রুমানা আহমেদও। তবে বিশ্রাম নয়, তাকে দল থেকে বাদই দেওয়া হয়েছে বলে দাবি করেছেন রুমানা। যা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঈদের পর তাকে কারণ দর্শানো হতে পারে বলে জানা গিয়েছিল।
তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেছেন, ‘কারণ দর্শানোর খবর আসে কোথা থেকে। চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার এমন একটা মন্তব্য করেছে, যা প্রফেশনাল উত্তর হয়নি বলে আমাদের মনে হয়েছে। এজন্য তাকে ডেকে আমরা সতর্ক করব। এর মাঝে কারণ দর্শানোর তো কিছু নেই।’
কারণ দর্শানোর বিষয়টি উড়িয়ে দিলেও বাংলাদেশ নারী ক্রিকেট দলে বদলের হাওয়া বইছে। দলটা গত কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে ভালো করে চলেছে। তাদের হাত ধরে এসেছে অনেক সাফল্য। এমন সময়ে দল সিনিয়রদের বসিয়ে রেখে জুনিয়রদের পরখ করে দেখার কি খুব প্রয়োজন ছিল?
এমন প্রশ্নে নাদেল বলেছেন, ‘ধারাবাহিক সাফল্য পেতে হলে একটা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সেখানে নতুনদের পরখ করতে হলে তাদের সুযোগ দিতে হবে। সেই চিন্তা থেকেই আমরা সিনিয়রদের বিশ্রাম দিয়েছি।’
দেশের ক্রিকেটের উন্নতিতে রুমানাদের অবদান স্বীকার করে নাদেল বলেছেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দল আজকের অবস্থানে এসেছে রুমানদের হাত ধরেই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই কৃতজ্ঞতাবোধ আমাদের আছে। তাদের প্রতি দরদও আছে আমাদের। তবে ভবিষ্যতের ভাবনা করলে নতুনদের সুযোগ দেওয়ার এখনই সময়।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১০