ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক যুবক। তার নাম তোফাজ্জল হোসেন অপু (২৬)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজার এলাকার আব্দুন নুরের ছেলে।

তিনি ঈদে তার নানা বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামে বেড়াতে এসেছিলেন।


সোমবার (২৪ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ফোনে ফ্লেক্সিলোড করতে নানার বাড়ি থেকে বের হয়ে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে দ্রæতগামী একটি মিনি বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা  ফায়ার সার্ভিসে খবর দিলে  তাকে দ্রæত ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার  অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম  বলেন, ‘শেরপুর থেকে শ্রীমঙ্গলগামী একটি লোকাল যাত্রীবাহী মিনিবাস (সিলেট-ব-৬২০৪) উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায়  আজমির ময়দা মিলের পাশে তোফাজ্জলকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতা শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি টিম গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে মৌলভীবাজার পাঠানো হলে ওই যুবক মৃত্যুবরণ করেন।’

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ঘটনার পরপর মিনিবাসটি আটক করেছি। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেয়া চলমান আছে।’

সিলেটভিউ২৪ডটকম/এসআই/পিডি