বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। ‘এজেন্ট’ সিনেমার শুটিং সেটে সামান্থার প্রাক্তন দেবর অখিল আক্কিনেনি অভিনেত্রীকে হেনস্তা করেছেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন উর্বশী।
 

দুবাইয়ের এক সাংবাদিক তথা স্বঘোষিত চিত্র সমালোচক উমের সান্ধু একটি টুইটে জানান, ইউরোপে সিনেমার শুটিং চলাকালীন উর্বশীকে হেনস্তা করেন তার সহ-অভিনেতা অখিল।


শুধু তা-ই নয়, ওই টুইটে আরো দাবি করেন, উর্বশী নাকি অখিলকে অপরিণত অভিনেতা বলেছেন। একসঙ্গে কাজ করতেও অস্বস্তিবোধ করেন। আর টুইট করার সঙ্গে সঙ্গে দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পরে খবরটি।

পরে আরেকটি টুইটে ওই লেখেন, এই তথ্য প্রকাশ পেতেই ক্ষিপ্ত হয়ে যান উর্বশী। ওই তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকিও দেন এই অভিনেত্রী।

উর্বশী নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে লেখেন, আমার টিম আপনাকে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছে। আপনার মতো অভদ্র সাংবাদিকের অশালীন টুইট সত্যিই খুব বিরক্তিকর।

তিনি আরো লেখেন, আপনি তো আমার মুখপাত্র নন। আপনি কোনো পরিপূর্ণ সাংবাদিকও নন। আপনার কারণে আমি এবং আমার পরিবার ব্যাপক অস্বস্তিতে পড়েছি।

প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে উর্বশী-অখিল অভিনীত সিনেমা ‘এজেন্ট’। এটি তামিল, তেলুগু, কন্নড়সহ হিন্দি ভাষাতে মুক্তি পাবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৬