হবিগঞ্জের লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জহিরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
 

এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২৫ জন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
 


বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম ওই গ্রামের আবু সিদ্দিক এর পুত্র।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান ও বর্তমান ইউপি সদস্য হিরা মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর পুর্বেও উভয় পক্ষ বেশ কয়েবার দফায় দফায় সংঘর্ষে জড়ায়। বুধবার ফের তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন বেশ কয়েকজন। এর মধ্যে জহিরুল ইসলামকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
 

এ বিষয়ে লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, সংঘর্ষে একজন মারা গেছে। ওই এলাকায় ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

তিনি বলেন, লক্ষীপুর গ্রামটি একটি দাঙ্গা প্রবণ এলাকা। পুলিশ সতর্ক অবস্থানে আছে।


 

সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০১