আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) নগরীর মহাজনপট্টি কাষ্টঘর এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরে সংগঠনের সহ-সভাপতি বাবু কানুলাল পালের যুক্তরাজ্য সফর উপলক্ষে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা কমিটির উদ্যোগে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট নগরীর মহাজনপট্রি এলাকায় সংগঠনের জেলা কমিটির চেয়ারম্যান আ ম ন জামান চৌধুরীর সভাপতিত্বে ও টিটু চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি বাবু কানুলাল পাল, সংরক্ষিত আসনের মহিলা কমিশনার দীবা রাণী দে বাবলী, শাহীন আহমেদ, আমিনুল ইসলাম, শিকদার দীপক, জাবেদ আহমদ, আশরাফুল আম্বিয়া, কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আতাউর রহমান বঙ্গি, তামিম আহমেদ স্বাধীন, শ্রমিকলীগের গোলাম কিবরিয়া প্রমুখ।
মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। কাষ্টঘরের দলিত শ্রেণির কলোনিতে একটি টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি দেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
এসময় আনোয়ারুজামান একটি স্মার্ট নান্দনিক শহর গড়তে তাকে নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে আহবান জানান। পাশাপাশি তিনি সিটির প্রতিটি ওয়ার্ডের শিশু কিশোরদের সুশিক্ষায় অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি আধ্যাতিক নগরীর উন্নয়নে সর্বদা প্রহরীর মতো জেগে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে সভাস্থলে পৌঁছালে শতশত নারী পুরুষ আনোয়ারুজ্জামান চৌধুরীকে শ্লোগানে শ্লোগানে বরণ করে নেয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪