প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক স্কুলে বন্দুক দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করার মতো বিরল ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার মালদহ জেলার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে সপ্তম শ্রেণির ক্লাস চলাকালীন হঠাৎই বন্দুক হাতে স্কুলে ঢুকে পড়েন এক ব্যক্তি। বন্দুক ছাড়াও তার সঙ্গে চাকু এবং পেট্রল বোমাও ছিল বলে জানা গেছে।
মালদহের মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে স্কুলে ঢুকে ওই ব্যক্তি বন্দুক উঁচিয়ে হুমকি দিতে শুরু করেন। তাকে দেখে ভয়ে কুঁকড়ে যায় ওই শ্রেণি কক্ষের শিক্ষার্থীরা।
কিন্তু কী কারণে ওই ব্যক্তি এমন কাণ্ড ঘটালেন তা এখনও পরিষ্কার নয়। স্থানীয়রা জানিয়েছি ব্যক্তিটি মানসিকভাবে ভারসাম্যহীন। বন্দুক উঁচিয়ে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে বলেছে আমার স্ত্রীর চরিত্র খারাপ, আমার স্ত্রীকে বলেছে তোমার স্বামীর চরিত্র খারাপ।’ ঠিক ওই সময় পুলিশ ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে আটক করে স্কুলের বাইরে নিয়ে যায়।
পুলিশ জানায়, ওই স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকা সবাই নিরাপদে আছেন। হামলাকারীর কাছ থেকে অস্ত্রসস্ত্র উদ্ধার হয়েছে।
মালদহের পুলিশ সুপার প্রদীপ যাদব বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই যুবকের পারিবারিক কিছু সমস্যা আছে। উনি আগেও এরকম ঘটনা ঘটিয়েছেন। ফেসবুকে হুমকি দিয়েছিলেন। সেই সময় পুলিশ তাকে গ্রেপ্তারও করে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৩