সিলেট স্টেশন ক্লাব লিমিটিডের সদস্য সাইফুদ্দিন খালেদ এর একমাত্র ছেলে সালাউদ্দিন ওমর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশের সময় সন্ধ্যায় আকস্মিকভাবে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে সালাউদ্দিন ওমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।


সালাউদ্দিন ওমর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট স্টেশন ক্লাবের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সিলেট স্টেশন ক্লাব লিমিটিডের পক্ষ থেকে ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।


 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১০