২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেওয়ার পর শুরু হয়েছিল তার ‘মন কি বাত’ অনুষ্ঠান। দেখতে দেখতে সেঞ্চুরির দোরগোড়ায় সেই অনুষ্ঠান। আগামী ৩০ এপ্রিল শততম এপিসোড ‘মন কি বাত’ -এর। সেই উপলক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই অনুষ্ঠানে।
বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত কনক্লেভে উপস্থি হয়ে প্রধানমন্ত্রীর সেই ‘মন কি বাত’ -এর প্রশংসা শোনা গেল বলিউড অভিনেতার গলায়।
আমিরের মতে, জনগণের সঙ্গে যোগাযোগের সেরা মাধ্যম হচ্ছে ‘মন কি বাত’। এর মাধ্যমে যেমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যায়, তেমনই আদানপ্রদান হয় চিন্তাভাবনার। এভাবেই জনগণকে নেতৃত্ব দেওয়া উচিত বলেও মনে করছেন বলিউড অভিনেতা।
শততম ‘মন কি বাত’ -কে স্মরণীয় করতে প্রসার ভারতীয় পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ অনুষ্ঠানে হাজির থাকবেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রের গুণী ব্যক্তিদেরও বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জানানো হয়েছে আমন্ত্রণ। পশ্চিমবঙ্গ থেকেও ১৭ জন বিশেষ অনুষ্ঠানে ডাক পেয়েছেন।
শততম ‘মন কি বাত’ অনুষ্ঠানটিকে তিন পর্বে ভাগ করা হয়েছে বলে জানা গেছে। প্রথম পর্বে নারীশক্তিতে জোর দেওয়া হয়েছে। এছাড়াও জোর দেওয়া হয়েছে আত্মনির্ভরকা ও উন্নয়নের ওপরও। বিশেষ এপিসোড উপলক্ষে উপ-রাষ্ট্রপতি একটি বইও উদ্বোধন করবেন বলে খবর। বইটিতে ১০০ ‘মন কি বাত’ অনুষ্ঠানের বিষয়বস্তু লিপিবদ্ধ করা হয়েছে। এরই পাশাপাশি বিশেষ অনুষ্ঠানে দেশের সমস্ত রাজভবনে লাইভ সম্প্রচার করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১১