চলতি আইপিএলে টানা পাঁচ হারের পর সর্বশেষ দুই ম্যাচে জয়ে ফিরেছে দিল্লি ক্যাপিটালস। তবে মাঠে স্বস্তি ফিরলেও মাঠের বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দিল্লি শিবিরে। দিন কয়েক আগে ম্যাচ শেষে পার্টিতে এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটার। এবার দলে শৃঙ্খলা বজায় রাখতে এবং ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি যাতে নষ্ট না হয় তাই ক্রিকেটারদের জন্য নতুন ‘কোড অফ কনডাক্ট’ বা নিয়মনীতি চালু করল টিম ম্যানেজমেন্ট। এমনই খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 
 

নতুন নিয়মে দিল্লির পক্ষ থেকে ক্রিকেটারদের বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের তরফে ওয়ার্নারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাত দশটার পর কাউকে নিজের রুমে নেওয়া যাবে না। এছাড়া একান্তই যদি অতিথি বা পরিচিত কারও সঙ্গে দেখা করতে হয় তাহলে হোটেলের কফিশপে অথবা রেস্তোরাঁয় বসে কথা বলতে হবে। 



দিল্লির ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাতে কোনো ক্রিকেটার হোটেলের বাইরে অন্য কোথাও যেতে চাইলে তার জন্য টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। কেউ যদি এই নিয়ম ভঙ্গ করেন তা হলে সেই ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিলও করা হতে পারে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
 

তবে আইপিএলের নিয়ম অনুযায়ী, দিল্লি টিমের পক্ষ থেকে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বান্ধবী এবং স্ত্রীকে দলের সঙ্গে সফর করার অনুমতি দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটারকেই তার বান্ধবী বা স্ত্রীর ভ্রমণের যাবতীয় খরচ বহন করতে হবে। এখানেই শেষ নয়, টিম হোটেলে স্ত্রী এবং বান্ধবী বা অন্য অতিথি আসার আগে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে রাখতে হবে ক্রিকেটারদের। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সচিত্র পরিচয়পত্রও টিম ম্যানেজমেন্টের কাছে জমা রাখতে হবে।


এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন অনুষ্ঠানে ক্রিকেটারদের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ক্রিকেটার উপস্থিত থাকতে না পারলে, আগে থেকে সেই ক্রিকেটারকে তার কারণ জানাতে হবে ম্যানেজমেন্টকে। 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এনটি


সূত্র : ঢাকা পোস্ট