সিলেট বিভাগে গত এক সপ্তাহে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। যার মধ্যে শুধু বজ্রপাতেই ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সংঘর্ষে ৭ জন, সড়ক দুর্ঘটনায় ৫ জন, বিদ্যুৎস্পৃষ্টে ২ জন, পানিতে ডুবে ১ জনের মৃত্যু হয়েছে। আর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে ৫ জনের।
এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জের ১৩ জন, হবিগঞ্জের ৬ জন, মৌলভিবাজারের ৪ জন।
সিলেট জেলা
সিলেটের কোম্পানীগঞ্জে বুধবার (২৬ এপ্রিল) সকালে ঘরের চালে কাজ করতে গিয়ে অহিদ মিয়া (৪৫) নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের রাজনগর গ্রামের কলোনি থেকে রেখা আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকার তেলবাহী ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সার যাত্রী সুলতানা বেগম (৪৫) নিহত হন। এ ঘটনায় আরো ৪ জন আহত হন।
সোমবার বিকেলে সিলেট নগরীর জামতলা এলাকার বাসিন্দা দেবা দে নামের এক তরুণ বিয়ের আগের দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে জাফলং ইউনিয়নের গোয়াইনঘাট-জাফলং রাস্তার বাউরবাগ ব্রীজ নামক স্থানে মোটর সাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফিজ মিয়া (৪৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন।
রোববার সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে আনছার মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
এর আগে ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) সকালে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামামহাইল গ্রামে ঈদগাহে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ করে হাসান উদ্দিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়।
শুক্রবার (২১ এপ্রিল) বজ্রপাতে সকালে জৈন্তাপুর উপজেলার বিসনাটেক গ্রামে নাঈম আহমদ (৮), আঞ্জুমা বেগম (৬) ও বিকেলে বেঙ্গল স্টোন ক্রাশার সংলগ্ন পাথর সাইটে ইমন আহমেদ (১০) নিহত হন।
সুনামগঞ্জ জেলা
সোমবার (২৪ এপ্রিল) রাত তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সাকিব রহমান (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে।
সোমবার রাতে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজারে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুর হাতে খুন হন তাজুদ আলী (৪০) নামের এক ব্যক্তি।
রোববার (২৩ এপ্রিল) বিকেলে দোয়ারাবাজার উপজেলার সীমান্তে বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ পর্যটন এলাকায় বেড়াতে এসে ভাড়া করা মোটরসাইকেল দূর্ঘটনায় ফুয়াদ আহমদ হামজা (১৭) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অপর আরোহী শুভ আহমদ ও চালক শাকিব আহমদ গুরুতর আহত হন।
রোববার সকাল ও দুপুরে হাওরে বজ্রপাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার দেবেরগাঁও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন এলাকার কৃষক আরশ আলী ও চরমহল্লা গ্রামের কৃষক আব্দুস সামাদ ও দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও মিলন মিয়া এবং তাহিরপুরে রমজান মিয়া (১৬) নামের কিশোরের মৃত্যু হয়।
রোববার বিকেলে ছাতক শহরের ডাক বাংলো এলাকায় সুরমা নদীর তীরে সমবয়সীদের সাথে ঘুরতে গিয়ে ৯ বছর বয়সী শিশু নূর আলম নিহত হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারের মাইজখলা গ্রামে শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকালে মসজিদে ঈদের জামাত শেষে এক শিশুর জুতা পরিবর্তন নিয়ে সংঘর্ষে আবুল কাশেম (৩০) নামের এক ব্যক্তি নিহত হন, এঘটনায় পুলিশসহ আহত হন অন্তত ২০ জন।
শনিবার রাতে সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আব্দুল আলীম (৩২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের পাশে মরা সুরমা নদীর খেয়াঘাটে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বজ্রপাতে রুদ্র দাস (১২) নামের এক শিশুর মৃত্যু হয়।
হবিগঞ্জ জেলা
বুধবার (২৬ এপ্রিল) সকালে হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন, তিনি এই উপজেলার আবু ছায়েদের ছেলে। এ ঘটনায় আহত হন আরো অর্ধশতাধিক।
সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে ছেলের মার্বেল খেলা নিয়ে বিরোধের জেরে হামলায় মিনারা খাতুন (৪৭) নামে এক নারী নিহত হন। এতে আহত হন আরও ৩ জন।
সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামে একটি খালের পাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। লাশের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
সোমবার বিকেলে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চান্দপুর নামক স্থানে তিন মোটর সাইকেলের সংঘর্ষে মন্তোষ গোপ নামে একজন নিহত হন। এসময় আরো ৫ জন আহত হন।
ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে ইরফান আলী নামে একজন নিহত হয়েছেন। আহত হন ১০ জন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জে চিকিৎসা নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হুসনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়। আজমিরীগঞ্জ সদর বাজারের লাল মিয়া বাজার এলাকায় ইজিবাইকে বসা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৌলভীবাজার জেলা
ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে সোমবার (২৪ এপ্রিল) বিকেলে বাসের চাপায় প্রাণ হারান তোফাজ্জল হোসেন অপু (২৬) নামের এক যুবক। মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজার এলাকার আব্দুন নুরের ছেলে অপু ঈদে নিজের নানাবাড়ি শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামে বেড়াতে এসেছিলেন।
রোববার (২৩ এপ্রিল) বজ্রপাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রিয়াজ উদ্দিন (৩২) ও কমলগঞ্জ উপজেলায় সোম শব্দকর (৪২) এর মৃত্যু হয়।
শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের ধলছড়ি খাল থেকে অজ্ঞাত (৪২) লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি