টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ৫০ উইকেট শিকারি স্পিনার হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠে গেলো প্রভাত জয়সুরিয়ার। লঙ্কান এই স্পিনার ভেঙে দিলেন ৭১ বছরের পুরোনো রেকর্ড।
গল টেস্টে আইরিশ ব্যাটার পল স্টারলিংকে আউট করেই রেকর্ডবইয়ে নাম লিখিয়েছেন প্রভাত। মাত্র ৭ টেস্টে ৫০ উইকেটের মালিক হয়েছেন এই বাঁহাতি স্পিনার।
সবমিলিয়ে বোলারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট শিকারি এখন প্রভাত। ১৮৮৭-১৮৮৮ মৌসুমে ৬ টেস্টে ৫০ উইকেট শিকার করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার চার্লি টার্নার। তিনি এখনও এক নম্বরে।
২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় প্রভাতের। প্রথম টেস্টেই ১২ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লঙ্কান স্পিনারকে। ৬ বার তুলে নিয়েছেন ৫ বা তার বেশি উইকেট।
স্পিনারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নিতে প্রভাত পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের আলফ ভ্যালেন্টাইনকে। ১৯৫০-৫১ মৌসুমে ৮ টেস্টে ৫০ উইকেট নিয়ে এতদিন পর্যন্ত রেকর্ডটা ধরে রেখেছিলেন ভ্যালেন্টাইন।
বোলারদের মধ্যে অবশ্য প্রভাতের মতো ৭ টেস্টে ৫০ উইকেট পাওয়ার রেকর্ড আছে আরও দুইজনের। তারা দুজনই পেসার। ২০১১-২০১২ মৌসুমে এই রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলেন্ডার। ১৮৯৩-১৮৯৬ সালে ইংল্যান্ডের টম রিচার্ডসন ৭ টেস্টে নেন ৫০ উইকেট।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৪