প্রতীকী ছবি

সিলেট পূর্ব শত্রুতার জের ধরে জনি(১৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।


শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট এয়ারপোর্ট থানাধীন চাশনি পীর রোডে রুকেয়া জামে মসজিদ এর সামনে রনি মিয়ার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার চিকন মিয়ার রিকশার গ্যারেজে বসবার করা তোরন মিয়ার ছেলে। 



সূত্রে জানা যায়, কলবাকানী ৫৩ নাম্বার বাসার বাড়াটিয়া রিফাত (২৪), পিতা অজ্ঞাত এর নেতৃত্বে আরো ১০/১৫ জন হামলাকারী মিলে এলোপাতাড়ি জনি কে শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। 
 

আহত অবস্থায় জনি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাৎক্ষণিক চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 


খবর পেয়ে ঘটনাস্থলে এয়ারপোট থানা পুলিশ এসে পরিদর্শন করে। পুলিশ জানায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয় নি।

 

 

সিলেটভিউ২৪ডটকম/নুরুল/পল্লব