সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানা পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দদুল্লাহ আল-মামুন। 

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা আড়াইটায় তিনি এ থানার কার্যক্রম পরিদর্শন করেন। 


এসময় আইজিপি-কে ফুলেল শুভেচ্ছা জানান এসএমপি’র উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

এসময় উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম), সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম), এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা (পিপিএম), উপ-কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (সিটিএসবি)  ইমাম মোহাম্মদ শাদিদ, সিইডি শাখার পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ প্রমুখ।

আইজিপি থানার বিভিন্ন অবকাঠামো এবং আশপাশের এলাকা পরিদর্শন এবং বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পুলিশকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

জনগণকে যথাযথ সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান আইজিপি।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম