সুনামগঞ্জে এক কৃষকের ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মী । শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগে সিনিয়র সহ সভাপতি লিখন আহমদের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের রহমত আলী নামের এক ক্ষুদ্র কৃষকের ১৫ শতক জমির ধান কেটে খলায় তুলে দেন।
এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, বৈশাখের ধান কাটা উৎসবে কৃষকদের সাথে সামিল হতে এবং ধান কাটায় উৎসাহ দিতে কেন্দ্রীয় নির্দেশনা মানতে এই উদ্যোগ। বাংলাদেশ ছাত্রলীগ দেশে সকল সংকটকালীন সময়ে ছাত্রলীগ কৃষক শ্রমজীবী মানুষেন পাশে রয়েছে এবং আগামীতেও এর দ্বারা অব্যাহত থাকবে বলে প্রত্যয় বক্তব্য করেন তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাউসার আহমেদ,শাকিল আহমেদ,আবু বক্কর সিদ্দিকী শাকিল,আব্দুস সামাদ টিপু,সাংগঠনিক সম্পাদক অনিক দাস,উপ দপ্তর সম্পাদক সাদেক আহমদ,জেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ,উবায়েদ হোসেন,সোহাগ আহমদ, আমিনুর প্রমুখ।
জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিখন আহমদে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনা অনুযায়ি জেলা ছাত্রলীগ প্রত্যাক উপজেলায় কৃষকদের আন্দন্দে সামিল হতে ধান কাটার এই ক্ষুদ্র প্রয়াস। ছাত্রলীগ জেলা ক্রান্তিলগ্নে জেলাবাসীর পাশে রয়েছে। করোনাকাল, ভয়াবহ বন্যাসহ সকল সংকটে ছাত্রলীগ মানুষের পাশে ছিল। সকল সময় মুজিব আদর্শের সৈনিকরা প্রস্তুত রযেছে বলে জানান তিনি।
ছাত্রলীগের পাশাপাশি সুনামগঞ্জ বিভিন্ন হাওরে কৃষককে উৎসাহ দিতে ধান কাটায় সহযোগিতার করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনূর/ইআ-১২