সারা দেশের ন্যায় সিলেটেও রবিবার (৩০ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১ লাখ ১০ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৯৮ জন ও মেয়ে ৬৪ হাজার ৮০৪ জন।
 

সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবারের এএসসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় দেড় গুণ অর্থাৎ- প্রায় ২০ হাজার বেশি। এছাড়া এ বছর গত বছরের তুলনায় ৬ হাজার পরীক্ষার্থী কমেছে। এর মধ্যে ছাত্রের সংখ্যাই কমেছে বেশি। গত বছর এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ করেন ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন ।
 


সিলেট শিক্ষা বোর্ড জানায়, এবার বিভাগের ১৪৯টি কেন্দ্রে ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। বিভাগের চার জেলার মধ্যে সিলেটে ৫৯টি, হবিগঞ্জে ৩১টি, মৌলভীবাজারে ২৬টি এবং সুনামগঞ্জে ৩৩টি কেন্দ্রে পরীক্ষা হবে।
 

জানা যায়, সিলেট জেলায় মোট পরীক্ষার্থী ৪১ হাজার ৪২৯ জন। তাদের ১৭ হাজার ২৮৭ জন ছাত্র; আর ছাত্রীর সংখ্যা ২৪ হাজার ১৪২ জন।
 

হবিগঞ্জে ২০ হাজার ৫৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৮ হাজার ৩৮১ এবং মেয়ে ১২ হাজার ১৬১ জন।

মৌলভীবাজারে ২৪ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৯ হাজার ৮৪১ জন, আর ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৯০৪ জন।

সুনামগঞ্জের ২৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১০ হাজার ৮৯ জন, ছাত্রী ১৩ হাজার ৫৯৭ জন ।
 

অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীরাই বেশি।

নির্দেশনা অনুযায়ী- পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। প্রশ্নপত্র ফাঁসের গুজব সৃষ্টিকারীর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।
 

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএসসি/ভোকেশনাল/দাখিল পরীক্ষা উপলক্ষে মহানগরেরর আওতাধিন ৪৫টি কেন্দ্রকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। এসব কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদিস্প্বিা ব্যবহারসহ শান্তিশৃংখলা ও জননিরাপত্তার হুমকিস্বরূপ কাজ নিষিদ্ধ করেছে পুলিশ। এ আদেশ ৩০ এপ্রিল থেকে ২০ জুলাই পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকবে।
 

সিলেট মহানগর এলাকার পরীক্ষাকেন্দ্রগুলো হচ্ছে- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়, রসময় মেমোরিয়াল হাইস্কুল, দি এইডেড হাই স্কুল, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর ইসলামীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজা জি সি উচ্চ বিদ্যালয়, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম, ফতিহপুর কামিল মাদ্রাসা,, শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, জালালাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, লালাবাজার আলীম মাদ্রাসা, নবারুন উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, ইছরাব আলী দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়, জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, জালালপুর উচ্চ বিদ্যালয়, আলমপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, শাহজালাল উপশহর হাইস্কুল, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল এবং আল আমিন জামিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়।
 

সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ জানান, অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী নিয়ে কেন্দ্রসচিবদের সাথে সভা হয়েছে এবং বোর্ডের ৬টিসহ একাধিক ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম/এসডি-১৪