হুট করেই সিলেটের বাজারগুলোতে অস্বাভাবিক ভাবে বেড়েছে পেঁয়াজের দাম। এক লাফে পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। হুট করে পেঁয়াজের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। তবে দাম বৃদ্ধির পিছনে যৌক্তিক কোন কারন দেখাতে পরছেন না ব্যবসায়ীরা।
শনিবার (২৯ এপ্রিল) মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৫০-৫৫ টাকা। এক সপ্তাহ আগে এই পেঁয়াজের কেজি ছিল ৩০-৩৫ টাকা।
বন্দরবাজারে পেঁয়াজ কিনতে আসা পল্লব সাহা বলেন, গত সপ্তাহে পেঁয়াজের কেজি কিনেছি ৩০ টাকা। আজ ৫০ টাকা কেজি কিনতে হচ্ছে। এক লাফে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়ে গেছে। শুধু পেঁয়াজ না, বাজারে এখন সব কিছুর দাম অস্বাভাবিক। চাল, তেল, চিনি, ডাল কিনতে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে।
তিনি বলেন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো স্বল্পআয়ের মানুষেরা খুব কষ্টে আছেন। কিন্তু আমাদের এ কষ্ট দেখার মতো কেউ নেই। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
বিক্রেতা বলছেন, ঈদের কারণে পণ্যবাহী গাড়ি কম এসেছে। এছাড়া বৃষ্টির কারণে পেঁয়াজের অনেক ক্ষতি হয়ে গেছে। এ কারণে এখন পেঁয়াজের দাম বেড়েছে। এছাড়া অন্য কোনো কারণ নেই।
মা খাদ্য ভান্ডারের সত্তাধিকারী স্বপন আহমদ জানান, পেঁয়াজের দাম বাড়া দেখে আমরাও অবাক। দুদিনে দুই দফায় পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়ে গেছে। গত সপ্তাহে আমরা এক কেজি পেঁয়াজ ৩০ টাকা বিক্রি করেছি। পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় এখন সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
কী কারণে এখন পেঁয়াজের দাম বাড়লো, এটার সঠিক কারণ আমারও জানা নেই। তবে পাইকারি বাজারে গিয়ে শোনা যাচ্ছে, বৃষ্টিতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, এ কারণে দাম বেড়েছে। এছাড়া ঈদের কারণে পণ্যবাহী গাড়ি সিলেট কম এসেছে। যার কারণে দাম বৃদ্ধি পেতে পারে। তাবে পেঁয়াজের দাম কমতে পারে বলে জানান এই বিক্রিতা।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-২২