সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা সন্ধ্যা রানী দেব পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।


এক শোকবার্তায় বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, সন্ধ্যা রানী দেব আমৃত্যু মানবসেবা করে গেছেন। মানবসেবার ব্রত নিয়ে তিনি বেছে নিয়েছিলেন নার্সিং পেশা। মানুষের সেবা করেই তিনি তার জীবন কাটিয়েছেন।



বিএনএ নেতৃবৃন্দ সন্ধ্যা রানী দেবের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল সন্ধ্যা রানী দেব পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি