হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর শিল্প এলাকায় দিন-দুপুরে তানভীর ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
এসময় চোরেরা দোকানের সাটারের তালা কেটে ৩৫টি মোবাইল ও নগদ ৪৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার একটি সিসি টিভির ফুটেজ ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ীদের মধ্যে চোর আতঙ্ক সৃষ্টি হয়েছে।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মোঃ নাজমুল হক কামাল।
তিনি জানান, শনিবার ওলিপুর শিল্প এলাকার তানভীর ট্রেডার্স নামে একটি মোবাইলের দোকানে চারজন লুঙ্গি দিয়ে আড়াল করে সাটারের তালা কেটে দোকানটির ভেতরে ঢুকে ১০ মিনিটের মধ্যেই নগদ টাকা ও মোবাইল ফোনগুলো ব্যাগে ঢুকিয়ে চলে যায়। ১০মিনিটের এ ঘটনার পুরোটাই সিসি টিভির ফুটেজে ধারণ হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তানভীর ট্রেডার্সের মালিক মোস্তাফিজুর রহমান জানান, তার দোকান থেকে বিভিন্ন ব্যান্ডের ৩৫টি স্মার্টফোন ও ৪৮ হাজার টাকা লুট হয়েছে। জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-১০