সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক চিত্তরঞ্জন দাস পরলোকগমন করেছেন।
সোমবার সকাল ৯টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শিক্ষক- শিক্ষার্থী ও শুভাকাঙ্খীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে শিক্ষক চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রাতুল চৌধুরী।
এক বিবৃতিতে তিনি চিত্তরঞ্জন দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫