সিলেট সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন তিন বারের নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদ।
গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বড় বাজার আবাসিক এলাকার বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
এলাকার নবীন-প্রবীণরা ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে রেজওয়ার আহমদকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে তাদের সমর্থন দেন।
বড় বাজারের স্থায়ী বাসিন্দা ও সাবেক সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ।
সিলেটভিউ২৪.কম/মাহি-৬